ভুতের মা কে লাগছে কেমন
ভুতের মায়ের মত
গাধা ফুলে ভুত চড়েছে
জ্যান্ত ভুতে যত।
ও ভুতের মা চেতিস কেন
করিস কেন রাগ
ভুত দেখে যে ভয় পেয়েছি
ভুতের বাপকে ডাক।
নালিস দিব বলে কয়ে
শালিস দিব কাল
ভুতের বাপের বিচার হবে
পাড়বে সবাই গাল।
বি দ্রঃ ছড়াটির ভুতের মা পাশের ছবিটির মেয়ে।
শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২
ছড়া-১২
একটি চাঁদের একটি আকাশ
অনেকগুলো তারা
দেখছি মনের দুয়ার খুলে
পুলক বাঁধনহারা।
একলা আমি দৃষ্টি মেলে
পুবের আকাশ কোণে
নিশির আলো শিশির দিয়ে
জাগায় দোলা মনে।
হাওয়ার সনে মনের কথা
বলছি চুপি চুপি
হরেক ফুলের সুবাস মনে
লাগছে বহুরূপী।
শীতের ছায়া আবেশ লাগায়
হালকা হিমেল গায়ে
মহানন্দার ওপাড় যেতে
ঝাপটা দিলে নায়ে।
অনেকগুলো তারা
দেখছি মনের দুয়ার খুলে
পুলক বাঁধনহারা।
একলা আমি দৃষ্টি মেলে
পুবের আকাশ কোণে
নিশির আলো শিশির দিয়ে
জাগায় দোলা মনে।
হাওয়ার সনে মনের কথা
বলছি চুপি চুপি
হরেক ফুলের সুবাস মনে
লাগছে বহুরূপী।
শীতের ছায়া আবেশ লাগায়
হালকা হিমেল গায়ে
মহানন্দার ওপাড় যেতে
ঝাপটা দিলে নায়ে।
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২
ছড়া-১১
আইসক্রীম আইসক্রীম ঠান্ডা বড়ই তুই
সর্দি কাশি জ্বর হয়েছে কেমনে তোরে ছুঁই?
বড়ই খেতে ইচ্ছে করে নেই'ক হাতে কড়ি
সদায় সদায় দাদার কাছে টাকার বাইনা ধরি।
আম্মু কেন বেজাই রাগি- যায় না তারে বলা
আব্বু শুনে রাগ করে না- দেয় শুধু কান মলা।
আপি আমার ভীষণ ভালো মিষ্টি করে হাসে
সবার চোখে ফাঁকি দিয়ে তোমায় নিয়ে আসে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)