একটি চাঁদের একটি আকাশ
অনেকগুলো তারা
দেখছি মনের দুয়ার খুলে
পুলক বাঁধনহারা।
একলা আমি দৃষ্টি মেলে
পুবের আকাশ কোণে
নিশির আলো শিশির দিয়ে
জাগায় দোলা মনে।
হাওয়ার সনে মনের কথা
বলছি চুপি চুপি
হরেক ফুলের সুবাস মনে
লাগছে বহুরূপী।
শীতের ছায়া আবেশ লাগায়
হালকা হিমেল গায়ে
মহানন্দার ওপাড় যেতে
ঝাপটা দিলে নায়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন