মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

ছড়া-১৬

ঘরকুনো ব্যাঙ হঠাৎ লাফায়
বড্ড করে রাগ।
এদিক তাকায় ওদিক তাকায়
পিটায় জোরে ঢাক।

কে বলেছে কে বলছে
বেজায় অলস তিনি।
ঘুমান কেবল দিনে রাতে
শান্তি নিলয় কিনি।

পদ্ম পাতার ছাদে চড়ে
দেখেন তিনি কে?
মাছরাঙ্গা কে ঢেল ছুড়েছে
বিরাট পাপী সে।

পানকৌড়ি টি মাছ ধরেছে
দোষ তো তাতে নেই
বেজায় রেগে বকছে তিনি
মাছের রাজা কেই।

বকটি ছিলো সহজ সরল
সফেদ সুরত তার।
দেখেন তিনি মুচকি হেসে
আহার চমৎকার।

রুই-কাতলা বড়ই পাঁজি
দোলায় কেন জল?
দেখবে না সে অবোধ জনে
ক্ষুদ্র কি দুর্বল!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন