মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

ছড়া-১৬

ঘরকুনো ব্যাঙ হঠাৎ লাফায়
বড্ড করে রাগ।
এদিক তাকায় ওদিক তাকায়
পিটায় জোরে ঢাক।

কে বলেছে কে বলছে
বেজায় অলস তিনি।
ঘুমান কেবল দিনে রাতে
শান্তি নিলয় কিনি।

পদ্ম পাতার ছাদে চড়ে
দেখেন তিনি কে?
মাছরাঙ্গা কে ঢেল ছুড়েছে
বিরাট পাপী সে।

পানকৌড়ি টি মাছ ধরেছে
দোষ তো তাতে নেই
বেজায় রেগে বকছে তিনি
মাছের রাজা কেই।

বকটি ছিলো সহজ সরল
সফেদ সুরত তার।
দেখেন তিনি মুচকি হেসে
আহার চমৎকার।

রুই-কাতলা বড়ই পাঁজি
দোলায় কেন জল?
দেখবে না সে অবোধ জনে
ক্ষুদ্র কি দুর্বল!


রবিবার, ৬ জানুয়ারী, ২০১৩

ছড়া-১৫

ও বুড়ি তোর জন্মদিনে করছি আশীর্বাদ
হাজার বছর থাক বেঁচে তুই; এমন করি স্বাদ!
কষ্ট কভুও না ছুঁক তোকে, আসলে কভু ভয়
পারিস যেন ভয়কে ঠেলে আনতে কেড়ে জয়।
রুক্ষতাকে দুঃখ করে হারাস না তোর মন
কাদিসনা কেউ পথ হারালে কাছের কোন জন।
যাক ভুলে কেউ নিজের মত আপন মনের ভুলে
মনের কোণে যতন করে রাখিস কেবল তুলে।
পারলে তারে করিস ক্ষমা মন খুলে দিস বর
ভাবিস না তুই সব হারালি করিস না ধড়ফড়।
সুখ বলে যা পরের সুখে নিজের সুখে নয়
ও বুড়ি তুই সুখেই থাকিস কষ্ট করে জয়।

বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

ছড়া-১৪

কেদনা'ক বালি মাস চৈতালি একটু হেস
খাখা রোদ্দুর কাক ডাকা ভোর একটু হেস।
সোনার খুনি আদুরে মুনি ময়না আমার
গোলাপ কলি রঙের তুলি আলোক তারার।
সোহাগী টিয়ে বকুল দিয়ে গড়াব মালা
মামুনি আমার হেস একবার পল্লী বালা।
চেয়ে দেখ ঐ করে হৈ চৈ শিশুদের দল
সোনামুনি মা পুতুলের ছা মুছে ফেল জল।

শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২

ছড়া-১৩

ভুতের মা কে লাগছে কেমন
ভুতের মায়ের মত
গাধা ফুলে ভুত চড়েছে
জ্যান্ত ভুতে যত।

ও ভুতের মা চেতিস কেন
করিস কেন রাগ
ভুত দেখে যে ভয় পেয়েছি
ভুতের বাপকে ডাক।

নালিস দিব বলে কয়ে
শালিস দিব কাল
ভুতের বাপের বিচার হবে
পাড়বে সবাই গাল।


বি দ্রঃ ছড়াটির ভুতের মা পাশের ছবিটির মেয়ে। 

ছড়া-১২

একটি চাঁদের একটি আকাশ
অনেকগুলো তারা
দেখছি মনের দুয়ার খুলে
পুলক বাঁধনহারা।

একলা আমি দৃষ্টি মেলে
পুবের আকাশ কোণে
নিশির আলো শিশির দিয়ে
জাগায় দোলা মনে।

হাওয়ার সনে মনের কথা
বলছি চুপি চুপি
হরেক ফুলের সুবাস মনে
লাগছে বহুরূপী।

শীতের ছায়া আবেশ লাগায়
হালকা হিমেল গায়ে
মহানন্দার ওপাড় যেতে
ঝাপটা দিলে নায়ে।

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

ছড়া-১১

আইসক্রীম আইসক্রীম ঠান্ডা বড়ই তুই
সর্দি কাশি জ্বর হয়েছে কেমনে তোরে ছুঁই?
বড়ই খেতে ইচ্ছে করে নেই'ক হাতে কড়ি
সদায় সদায় দাদার কাছে টাকার বাইনা ধরি।
আম্মু কেন বেজাই রাগি- যায় না তারে বলা
আব্বু শুনে রাগ করে না- দেয় শুধু কান মলা।
আপি আমার ভীষণ ভালো মিষ্টি করে হাসে
সবার চোখে ফাঁকি দিয়ে তোমায় নিয়ে আসে।

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

ছড়া-১০

বাচ্চা তোমার নাম কি
একলা কেন বসে?
বয়স কত? দশ কি বার-
দেখলে হিসেব কষে!

লক্ষী সোনা আব্বু কোথায়
আম্মু কি নাই ঘরে?
আহা! একি!! ভয় পেয়েছ
কাঁপছ কেন ডরে?

কে বকেছে ঘর ছেড়ে তাই
ঘুরছ একা পথে?
ঘরকে চলো সবাই এখন
কাঁদছে ভীষণ বটে।