বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

ছড়া-১০

বাচ্চা তোমার নাম কি
একলা কেন বসে?
বয়স কত? দশ কি বার-
দেখলে হিসেব কষে!

লক্ষী সোনা আব্বু কোথায়
আম্মু কি নাই ঘরে?
আহা! একি!! ভয় পেয়েছ
কাঁপছ কেন ডরে?

কে বকেছে ঘর ছেড়ে তাই
ঘুরছ একা পথে?
ঘরকে চলো সবাই এখন
কাঁদছে ভীষণ বটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন