শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

ছড়া- ২


আয় জোনাকি আয় জোনাকি
আলোক দিয়ে যা
আমার মায়ের আঁধার ঘরে
একটু ফিরে চা।
এইখানিতে নেই'ক আলো
হরেক বাতি জ্বালা 
তাই তো ডাকি অন্ধকারে
করতে খানিক খেলা।
রোজ নিশিতে আসবে তুমি
করবে না'ক ফাঁকি
আমার মায়ের গল্প শোনা
রাখব তবে বাঁকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন