ঘুম যাও ঘুম পরী
ঘুম বুড়ি এসে
আমার সোনার চোখে
ঘুম দেও ঠেসে।
নরম বিছানা দিব
তুল তুলে গদি
ছায়া ঘেরা ঘর দিব
ঘুম যাও যদি।
মায়ের কোমল হাতে
আঁখি দিব টেনে
চাও যদি দিব আরো
ফুল কুঁড়ি এনে।
ফুলের বিছানা দিব
চাঁদ থেকে আলো
আমার সোনার চোখে
ঘুম হোক ভালো।
ঘুম বুড়ি এসে
আমার সোনার চোখে
ঘুম দেও ঠেসে।
নরম বিছানা দিব
তুল তুলে গদি
ছায়া ঘেরা ঘর দিব
ঘুম যাও যদি।
মায়ের কোমল হাতে
আঁখি দিব টেনে
চাও যদি দিব আরো
ফুল কুঁড়ি এনে।
ফুলের বিছানা দিব
চাঁদ থেকে আলো
আমার সোনার চোখে
ঘুম হোক ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন