আব্বু কোথায় হারিয়ে গেল
পালায়নি তো আগে
ও দয়াময় আমায় বলো
আম্মু কেন কাঁদে?
দিন দশেকের বেশিই হলো
কেউ ডাকে না খোকা
ঘুমের ঘোরে কান্না পেলে
আর বলে না বোকা!
আমায় তো আর নদীর ঘাটে
কেউ ডাকে না না'তে
রাত্রি বেলা খাবার ঘরে
কেউ বসে না সাথে।
সারা বাড়ি খুঁজে বেড়াই
আব্বু আমার কৈ
আমার মাকে বললে কেন
আকাশ দেখান ঐ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন