আনন্দ তোর কোথায় বাড়ি
কোথায় থাকিস বল
আমার সাথে অমন করে
করিস না আর ছল।
রোজ তোরে যাই খুঁজতে ঘরে
সারা বাড়ির উঠান জুড়ে
আঁধার ঘরে আলোক জ্বালি
কোথায় পাব বল।
চাঁদনি রাতের ঝাপসা আলোয়
পুকুর জলের তল
একটু ছুঁব; হাত বাড়াতেই
করছে টলোমল।
খুঁজতে যাব আম বাগানে
সাঁঝের কিছু আগে
হুতুম পেঁচার সরব ডাকে
ভয় যে মনে জাগে।
ঝিঁ ঝিঁ পোকার ডাকটি শুনে
এলাম যখন গহীন বনে
অমন কিসের শব্দ ভাসে
একটু আমায় বল।
কোথায় পাব তোমার সাড়া
সদাই আমায় করছি তাড়া
একটু তো ভাই বল
করিস না আর ছল।
কোথায় থাকিস বল
আমার সাথে অমন করে
করিস না আর ছল।
রোজ তোরে যাই খুঁজতে ঘরে
সারা বাড়ির উঠান জুড়ে
আঁধার ঘরে আলোক জ্বালি
কোথায় পাব বল।
চাঁদনি রাতের ঝাপসা আলোয়
পুকুর জলের তল
একটু ছুঁব; হাত বাড়াতেই
করছে টলোমল।
খুঁজতে যাব আম বাগানে
সাঁঝের কিছু আগে
হুতুম পেঁচার সরব ডাকে
ভয় যে মনে জাগে।
ঝিঁ ঝিঁ পোকার ডাকটি শুনে
এলাম যখন গহীন বনে
অমন কিসের শব্দ ভাসে
একটু আমায় বল।
কোথায় পাব তোমার সাড়া
সদাই আমায় করছি তাড়া
একটু তো ভাই বল
করিস না আর ছল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন