ছড়া-১
ও সোনা তোর নাম বলে যা
নিত্য আসিস ঘরে
আমার সকল সোহাগ দিয়ে
করবো আপন তোরে।
আদর দিব উজার করে
মন ভুলাব গল্প বলে
ঘুম পাড়াব রোজ নিশিতে
জড়িয়ে আপন কোলে।
তোমায় দিব দুধের বাঁটি
হঠাৎ গেলে রেগে
রোজ সকালে ভোরের আলোয়
তোমায় দিব জেগে।
সূয্যি মামার কোমল রোদে
আনব তোমায় পাড়ি
খেলতে দিব পুতুল খেলা
সঙ্গে মাটির হাঁড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন