মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

ছড়া-৮

আব্বু বল রব কে আমার 
আম্মু বল বব কে?
কোন সে মালিক- সবার মালিক
করছে পালন সব কে।
কে সে আমায় জীবন দিল
কোথায় ছিলাম আমি?
তোমার বুকের মানিক হয়ে
এলাম কোথায় নামি?

চাঁদ কে উঠান রাত্রি হলে
আধাঁর এলে ঘনে
আব্বু বল সূর্য্যি তখন 
পালায় কোথায় বনে?
রাত্রি গেলে আবার তারে
কে সে আনেন ফিরে?
কোন সে মালিক- সবার মালিক
থাকেন কোথায় ভীড়ে?

কে সে মালিক পক্ষীরা যার
করছে গুনগান
নদের মালিক নদীর মালিক
কার সে কলোতান?
আমায় বল কে সে মালিক
হয় না যাহার ভুল
কোন সে মালিক- সবার মালিক
ফুটান যিনি ফুল?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন