আয় প্রিয়তি চাঁদ দেখে যা
তাল-পুকুরের ফাঁকে
রোজ সাঁঝেতে যেথায় বসে
হুতুম পেঁচা ডাকে।
শিমুল ডালের আড়াল হলে
হারিয়ে যাবে আলো
আঁধার ঘনে আসলে তখন
লাগবে বেজায় কালো।
কদম ফুলের সুবাস নিবি
জলদি করে আয়
চাঁদের বাড়ি দেখতে যাব
ভাসিয়ে তোরে নায়।
ও পাড় থেকে আনব তুলে
পদ্ম ফুলের কুঁড়ি
বানিয়ে দিব গলার মালা
হাতে দিবার চুঁড়ি।
আনব তোরে ঘরে ফিরে
আঁধার নামার আগে
কাঁদিস না আর আমার সোনা
ফুলিস না আর রাগে।
তাল-পুকুরের ফাঁকে
রোজ সাঁঝেতে যেথায় বসে
হুতুম পেঁচা ডাকে।
শিমুল ডালের আড়াল হলে
হারিয়ে যাবে আলো
আঁধার ঘনে আসলে তখন
লাগবে বেজায় কালো।
কদম ফুলের সুবাস নিবি
জলদি করে আয়
চাঁদের বাড়ি দেখতে যাব
ভাসিয়ে তোরে নায়।
ও পাড় থেকে আনব তুলে
পদ্ম ফুলের কুঁড়ি
বানিয়ে দিব গলার মালা
হাতে দিবার চুঁড়ি।
আনব তোরে ঘরে ফিরে
আঁধার নামার আগে
কাঁদিস না আর আমার সোনা
ফুলিস না আর রাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন