শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

ছড়া-৫

টিক্‌ টিক্‌ টিক্‌ চলছে ঘড়ি
পথের কোথাও হয়না দেড়ি
সঠিক সময় সঠিক কাজ
এমন হলে নেই'ক লাজ।

ঠিক্‌ ঠিক্‌ ঠিক্‌ কথা বলো
চলতে সবার আগে চলো
সবার সাথে মুখের হাসি
উদার মনের দুয়ার খোল।

টিপ্‌ টিপ্‌ টিপ্‌ বৃষ্টি হলে
আকাশ দেখ দৃষ্টি মেলে
আসলে তোমার দুঃখ মনে
পার করিও হেসে খেলে।

ঢং ঢং ঢং ঘন্টা বাজে
মন দিয়ে দাও আপন কাজে
আসলে মনে খানিক ত্রাস
জীবন তোমার সর্বনাশ।

1 টি মন্তব্য: