টিক্ টিক্ টিক্ চলছে ঘড়ি
পথের কোথাও হয়না দেড়ি
সঠিক সময় সঠিক কাজ
এমন হলে নেই'ক লাজ।
ঠিক্ ঠিক্ ঠিক্ কথা বলো
চলতে সবার আগে চলো
সবার সাথে মুখের হাসি
উদার মনের দুয়ার খোল।
টিপ্ টিপ্ টিপ্ বৃষ্টি হলে
আকাশ দেখ দৃষ্টি মেলে
আসলে তোমার দুঃখ মনে
পার করিও হেসে খেলে।
ঢং ঢং ঢং ঘন্টা বাজে
মন দিয়ে দাও আপন কাজে
আসলে মনে খানিক ত্রাস
জীবন তোমার সর্বনাশ।
Find the best poker sites for your mobile in 2021 - DrMCD
উত্তরমুছুনThe 하남 출장안마 PokerStars.io 서귀포 출장마사지 is 광주광역 출장마사지 one of the largest poker rooms 삼척 출장샵 around. Play games on one of the most popular and best poker sites with the most 서산 출장샵