ও কবিতা অমন করে
কবির হাতে এসে
আমি হলাম অবোধ শিশু
আমায় দিলে ফেঁসে।
আসবে যখন সহজ হতে
শুনিয়ে যেতাম পথে পথে
বিদ্যে মশায় ধরলে তবে
আঘাত পেতাম বেতে?
কি সব তোমার অর্থ জানি
অবোধ আমি বুঝলে মানে!
জানলে আমার ভালোই হত
শুনিয়ে যেতাম সবার কানে।
খাতায় খাতায় পদ্য লেখা
নিত্য তোমার অর্থ শেখা
লাগছে না আর ভালো।
ও কবিতা ও কবিতা
আমার পানে একটু তাকা
একটু জ্বালাও আলো।
mochotkar....
উত্তরমুছুন